লুব অয়েল : ক্রুড অয়েল পরিশোধন প্রক্রিয়ায় বেইজ অয়েল পাওয়া যায়। উক্ত বেইজ অয়েলের সাথে এডিটিভ মিশ্রিত করে লুব অয়েল প্রস্তুত করা হয়। লুব অয়েল ইঞ্জিন, কলকারখানার যন্ত্রাংশে ঘর্ষণজনিত ক্ষয় হতে সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। এ কোম্পানি বিশ্বখ্যাত মবিল ব্র্যান্ডের লুব অয়েল বাজারজাত করে।